Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গ্যাস বাবুর ফেলে দেয়া ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান

এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইল ফোন সেটসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ এ অভিযান পরিচালনা করছেন।
ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে।

মোবাইল সেট উদ্ধারে অভিযান চালানোর উদ্দেশ্যে বুধবার ঝিনাইদহে কড়া পাহারায় গ্যাস বাবুকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। ছবি: নিউজবাংলা

বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে।
শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে তার ফেলে দেয়া মোবাইল ফোন সেট উদ্ধারে অভিযান চালানো হয়। সেখানে প্রাথমিক অভিযান শেষ করে পরে শহরের স্টেডিয়াম এলাকায় অপর একটি পুকুরে অভিযান চালায় তারা।
অভিযানের এক পর্যায়ে ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে মোট সাতজন অংশ নেয়। তাদের মধ্যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি দুজনকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

গ্যাস বাবুর ফেলে দেয়া মোবাইল ফোন উদ্ধারে পুকুরে জেলেদের অভিযান। ছবি: নিউজবাংলা

তিনি বলেন, কোনো ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেয়া হবে না। গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া তিনটি মোবাইল সেট উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আনার হত্যার তদন্তে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতার নাম বেরিয়ে আসছে।
ব্রিফিংয়ের সময় আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ডিএমপির ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের সিনিয়র জুডিশিংয়াল ম্যাজএস্ট্রট ফারুক আযম, পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শাহীন উদ্দিনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসেন ডিএমপি ডিবি প্রধানসহ তদন্ত দলের সদস্যরা।

বুধবার ঝিনাইদহে মোবাইল ফোন সেট উদ্ধার অভিযান শেষে ব্রিফ করেন ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদ। ছবি: নিউজবাংলা

প্রসঙ্গত, চলতি জুন মাসের ৬ তারিখ রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাস বাবুকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় এই কাজী কামাল আহম্মেদ বাবু।


http://dlvr.it/T8njNq

Post a Comment

0 Comments