Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
উখিয়ার বালুখালী ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মো. সালেক উখিয়ার ক্যাম্পের বাসিন্দা মো. নুর আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার রাতে মো. সালেক নিজ ঘরে ফিরছিলেন। এক পর্যায়ে পথিমধ্যে বোরকা পরিহিত ৩/৪ জন অজ্ঞাত দূর্বৃত্ত তার গতিরোধ করে। পরে দূর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
তবে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
পুলিশের এ কর্মকর্তা জানান, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।


http://dlvr.it/T8v60C

Post a Comment

0 Comments