Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাদিক অ্যাগ্রো থেকে দখলমুক্ত অংশে খাল খনন শুরু

কোরবানির ছাগল-কাণ্ডে ব্যাপকভাবে আলোচনায় আসা সাদিক অ্যাগ্রোর দখলে থাকা রামচন্দ্রপুর খালের ভরাট করা অংশ উদ্ধার করে সেটিকে পুনরায় খালে রূপান্তরের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ওই জায়গায় খাল খননের কাজ শুরু হয়।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান গণমাধ্যমকে বলেন, সাদিক অ্যাগ্রো ডিএনসিসির যে জায়গা অবৈধ দখলে রেখেছিল, তা গত বৃহস্পতিবার উদ্ধারের পর আজ (শুক্রবার) দুপুরে সেখানে খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। মোহাম্মদপুরের সাত-মসজিদ হাউজিং এলাকায় আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার ওই এলাকায় ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়। তার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা খালের অংশও ছিল।
প্রসঙ্গত, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল সরকারি হলেও এর তত্ত্বাবধায়ক ঢাকা উত্তর সিটি করপোরেশন।
পিয়াল হাছান জানান, সেখানে আগামী তিন দিন এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে রামচন্দ্রপুর খালের যে অংশ ভরাট করা হয়েছিল, সেটি খনন-প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- দোকানপাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা। উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে জব্দ করা মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগ রয়েছে, ওই খালের ওপর সরকারি দলের নেতাদের ছত্রছায়ায় বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ স্থাপনা প্রতিষ্ঠা করে দখল স্বত্ব প্রচার করে চলেছে। এর মধ্যে একজন বিশিষ্ট সংগীতশিল্পীর সংগীত বিদ্যালয়, একজন সংসদ সদস্যের পারিবারিকভাবে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানসহ পুরো খাল উদ্ধারে ডিএনসিসির অভিযান পরিচালনা করা হবে নাকি প্রভাবশালীদের বাধায় লোক দেখানো কার্যক্রম চলবে, সেটি দেখতেই এবার ওই অভিযানে চোখ রাখছে সচেতন মহল।


http://dlvr.it/T8vctk

Post a Comment

0 Comments