Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে নিজ দপ্তরে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, কখনও বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মারা যাওয়াদের মধ্যে কতজন ছাত্র তা বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।
মন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন। সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরই তাদের ফিরিয়ে দেয়ার কথা চিন্তা করা হবে।


http://dlvr.it/TB9TPk

Post a Comment

0 Comments