Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

উন্নয়ন ধ্বংসকারীদের বিচার দেশবাসীকে করতে হবে: প্রধানমন্ত্রী

যারা দেশের উন্নয়ন ধ্বংস করেছে, তাদের রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকেই করতে হবে।
ওই সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান সরকারপ্রধান।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ৯ দফা কর্মসূচির এক দিন পর প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল, তার থেকে বেশি পূরণ করা হয়েছে। তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে, যা ধ্বংসযজ্ঞকে সুযোগ করে দিচ্ছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে উন্নয়নের কথা উল্লেখ করে দলটির সভাপতি বলেন, গেল ১৬ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। এগুলোর ওপর এত ক্ষোভ কেন? রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে। সেটা কি সাধারণ মানুষ ভেবেছে?
যারা এই কষ্ট তৈরি করে, তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে। এসব তাণ্ডব যারা চালিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে।
তিনি আরও বলেন, যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে, সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা? ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে, তা মানতে পারছি না।


http://dlvr.it/TB2z5K

Post a Comment

0 Comments