Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. কামরুজ্জামান বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে দুদকের অনুসন্ধানে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।
আবুল খায়ের লিটুর বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলা করেছিলেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
অন্যদিকে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতিবিরোধী সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে ৯ জুলাই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহুয়া খায়ের দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৪৮ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দিয়েছেন। সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে ৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
এছাড়া পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিয়ে তার বিরুদ্ধে ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। আসামি মহুয়া খায়েরের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।


http://dlvr.it/T9SpT4

Post a Comment

0 Comments