Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জুনেল চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কবাখালি ইউনিয়নের হাঙেরীমাছড়া এলাকায় এই ঘটনা ঘটে। জুনেল চাকমা উপজেলার আমতলী গ্রামের তপ্ত রঞ্জন চাকমার ছেলে।
এ বিষয়ে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজ শেষে সকালে হাঙেরীমাছড়া (শান্তি বিকাশ কার্বারিপাড়া) গ্রামে ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে জেএসএস-এর কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।
দীঘিনালা থানার ওসি নুরুল হক বলেন, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


http://dlvr.it/TB7n3d

Post a Comment

0 Comments