Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ পাঁচদিনের রিমান্ডে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছে।
বৃহস্পতিবার পার্থকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম।
বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে পার্থকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করে তার পরিবার।
সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
পার্থ এক সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।


http://dlvr.it/TB38z3

Post a Comment

0 Comments