Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নৌবাহিনীর হেফাজতে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।
ওই সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও বড় ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে নিয়ে যান নৌবাহিনীর সদস্যরা।
হাতিয়ার ওছখালীর নিজ বাসভবন থেকে শনিবার রাত তিনটার দিকে তাদের নিয়ে যাওয়া হয়।
হাতিয়া কন্টিনজেন্টের দায়িত্বে থাকা কমান্ডার মুশফিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাতিয়ার আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে উনাকে হেফাজতে নেয়া হয়েছে। এটা সারা দেশেই হচ্ছে।
মোহাম্মদ আলীর ব্যাক্তিগত সহকারী কনক মজুমদার বলেন, নৌবাহিনী এমপি সাহেবকে হাতিয়া ছেড়ে চলে যেতে বলায় তিনি তাদের নিরাপত্তায় চলে যেতে চান। পরে রাত তিনটার দিকে নৌবাহিনীর একটি দল এমপি মোহাম্মদ আলী সাহেব এবং উনার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদৌস ও বড় ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে গাড়ীতে করে নিয়ে যায়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর নানা অনিয়মের কথা তুলে ধরেন। মোহাম্মদ আলীর কাছে হাতিয়ার প্রায় সাত লাখ মানুষ জিম্মি হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ৯ আগস্ট স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোহাম্মদ আলীর গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন।
মোহাম্মদ আলী ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মামলাজনিত কারণে নিজে অংশ নিতে না পারায় তার স্ত্রী আয়েশা ফেরদাউস আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আবার সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আলী।
বর্তমানে মোহাম্মদ আলী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


http://dlvr.it/TBmbnb

Post a Comment

0 Comments