Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বরখাস্ত হচ্ছেন হাতুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স

বাংলাদেশ ক্রিকেটে চন্দ্রিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও শ্রীলঙ্কান এই কোচকে তার আগেই বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম। তার সঙ্গে চুক্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।
মঙ্গলবার হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই তিনি হাথুরুসিংহেকে ছাঁটাইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। সে সঙ্গে তাকে শো-কজও করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই গণমাধ্যমে খবর প্রকাশ পায় যে, লঙ্কান হেড কোচকে ছাঁটাই করতে যাচ্ছে বিসিবি। তার পরপরই সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় পরিষ্কারভাবে তুলে ধরেন বিসিবি সভাপতি।
জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভঙ্গের দায়েই মূলত হাতুরুকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে জানান, আইনগত কিছু বিষয় থাকায় শুরুতে তাকে শো-কজ ও সাসপেন্ডের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার পরই চুক্তি বাতিলের বিষয়টি আসবে। সব মিলিয়ে তাকে ছাঁটাইয়ের বিষয়টি পাকা করে ফেলেছেন তারা।
তিনি বলেন, বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম মানিয়ে নিতে। দুই-তিনটা ঘটনা ঘটেছে। ইচ্ছেমতো ছুটি কাটানো, জাতীয় দলের খেলোয়াড়ে গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই দলের জন্য ভালো উদাহরণ ছিল না। তাই তাকে ৪৮ ঘণ্টার শো-কজ ও সাসপেনশন দেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এটা স্থায়ী হয়ে যাবে।


http://dlvr.it/TFMNMS

Post a Comment

0 Comments