Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৩ দিনের রিমান্ডে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহ আলী থানা এলাকায় ইকরামুল হক হত্যা মামলায় আদালত তাকে রিমান্ডে নেয়ার এ আদেশ দেয়।
কামাল আহমেদ মজুমদারকে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
রাজধানীর গুলশান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে কামালকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরের শাহ আলী মাজারের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে গত ১৪ আগস্ট তিনি মারা যান।
এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন।


http://dlvr.it/TFVcqQ

Post a Comment

0 Comments