প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমির আরও ৫৮ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন।
রাজশাহীর সারদায় প্রশিক্ষণ চালকালীন শৃঙ্খলাবিধি লঙ্ঘনের দায়ে এর আগে ২৫০ জন ক্যাডেট উপ-পরিদর্শককে একাডেমি থেকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের শুরুতে এই প্রশিক্ষণ শুরু হয়। আজ ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে সংস্কারের ক্রমবর্ধমান দাবির মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে গত ২৫ অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেয় কর্তৃপক্ষ।
১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত সারদা পুলিশ একাডেমি বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
এই একাডেমি আইন সমুন্নত রাখা এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা তৈরির জন্য দায়বদ্ধ।
http://dlvr.it/TG02pz
0 Comments