Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আদানির সঙ্গে চুক্তি: সব নথিপত্র জমার নির্দেশ হাইকোর্টের

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির ক্ষেত্রে দরকষাকষির সব নথিপত্র এক মাসের মধ্যে জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চুক্তিটির সার্বিক দিক বিশ্লেষণ করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেও নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।
আদানির আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুমের করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেয় উচ্চ আদালত।
অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থি বলে দাবি করা চুক্তিটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
সেই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
সে কমিটিকে বিদ্যুৎ চুক্তিটির সার্বিক দিক বিশ্লেষণ করে দেশের স্বার্থ পরিপন্থি বিষয়গুলো চিহ্নিত করে আগামী ২ মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরেকটি কমিটি করতে বলেছে হাইকোর্ট। ওই কমিটিকে চুক্তিটির সম্পাদনের প্রক্রিয়া সম্পর্কে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। ওই সময় রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান, আফরোজা ফিরোজ ও কামরুন মাহমুদ।


http://dlvr.it/TGG9nd

Post a Comment

0 Comments