বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা আইন নিয়ে আসছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে। এ ছাড়া হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। বিচারক নিয়োগ হবে আইনের আলোকে, কারও পছন্দে নয়।
আসিফ নজরুল বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
দুই-এক দিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।
নিজের কাজ নিয়ে আইন উপদেষ্টা বলেন, ভুল করতে পারি; যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।
http://dlvr.it/TGG9G9
0 Comments