Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে আসছে সাইবার সুরক্ষা আইন

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা আইন নিয়ে আসছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে। এ ছাড়া হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। বিচারক নিয়োগ হবে আইনের আলোকে, কারও পছন্দে নয়।
আসিফ নজরুল বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
দুই-এক দিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।
নিজের কাজ নিয়ে আইন উপদেষ্টা বলেন, ভুল করতে পারি; যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।


http://dlvr.it/TGG9G9

Post a Comment

0 Comments