পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জুলাই-আগস্টে আন্দোলনের সময় পুলিশের কিছু সদস্য ভালো কাজ করেননি। তারা যে আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশ অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
পুলিশ সদরদপ্তরে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, যে সমস্ত পুলিশ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, তারা পলিটিক্যালি ইনভলভ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা হয়েছে, কিন্তু পুলিশ এখনও নিষ্ক্রিয় আছে। সাংবাদিকদের কাছ থেকে তথ্য লুকানোর নজির আছে।
এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, এই সরকার তো স্বচ্ছ (ট্রান্সপারেন্ট)। এখন তো খুন, গুম এগুলো নেই যে, আমরা লুকিয়ে রাখব, আগের সরকারের সময়ে যেটা হতো। এখন আমাদের লুকানোর কিছু নেই।
তিনি বলেন, আইনি ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে, ততটা দিয়ে আমরা চেষ্টা করছি।
এত মানুষ মারা গেছে। এটা বাংলাদেশ কেন, উপমহাদেশের কোথাও ঘটেনি।
http://dlvr.it/TGc2mg
0 Comments