ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে কেমন দাপট ছিল মেয়েদের, একটা পরিসংখ্যানে তা পরিষ্কার।
ফাইনালসহ সবমিলে পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলো ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছে মারিয়া-মনিকারা। অর্থাৎ কোনো ম্যাচেই গোল হজম করেননি। একইসঙ্গে দল হিসেবে প্রতিপক্ষের জালে টুর্নামেন্টের সর্বোচ্চ ২০বার বল পাঠিয়েছে লাল-সবুজের দলটি।
গল্পের শুরুটা হোঁচটের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে পুরো সময় চালকের আসনে থাকলেও গোলের দেখা পায়নি মেয়েরা। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
পরের ম্যাচে আগ্রাসী বাংলাদেশের দেখা মেলে। ভুটানের জালে পাঠায় ছয়টি গোল। এ মনোবল নিয়ে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের পথে এক পা দিয়ে রাখেন বাঘিনীরা।
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসায় মেয়েরা। ১২ বার বল পাঠায় লঙ্কানদের জালে। এ জয়ে অপরাজিতভাবে ফাইনালে চলে যায় গোলাম রাব্বানী ছোটনের বাহিনী।
ফাইনালে ফের প্রতিপক্ষ ভারত। এবার ভারতকে পুরো ম্যাচে গোলবারে শটই নিতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। উল্টো মুহূর্মুহূ আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে ভারতের রক্ষণকে। শেষ মুহূর্তে আনাই মোগিনির গোলে ভারত বধে শিরোপার উল্লাসে মেতে উঠে বাংলাদেশ।
নিঃসন্দেহে ফেবারিটের তকমার সুবিচার করে শিরোপা ঘরে রেখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ শিরোপা তাদের প্রাপ্য। এ শিরোপা বাংলাদেশের প্রাপ্য।
http://dlvr.it/SFsRcQ
0 Comments