Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ৮০  

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। ১৭৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সুমনের মধ্যে বিরোধ চলছিল। ২৬ ডিসেম্বর হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই জনই স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে অতীতের বিরোধ আরও তিক্ত হয়ে উঠে। বুধবার বিকেলে মুড়াকড়ি বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে টিয়ার সেল ও রাবার বুলেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাখাই থানা পুলিশ। পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ ৯ পুলিশ সদস্য আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
http://dlvr.it/SFsYY7

Post a Comment

0 Comments