এবার টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা নির্বাচিত হলেন তেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সোমবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে বিশ্বখ্যাত এই ম্যাগাজিনটি। টাইম-এর প্রধান সম্পাদক ও সিইও এডওয়ার্ড ফেলসনাথাল এক বিবৃতিতে দাবি করেছেন, এবারের বর্ষসেরা যিনি তিনি একজন ইনফ্লুয়েন্সার বা প্রভাবক। আর বর্তমানে ইলন মাস্কের চেয়েও বেশি প্রভাব বিস্তার করেছেন এমন মানুষ পৃথিবী কিংবা পৃথিবীর বাইরে গোটা কয়েক আছেন। তিনি বলেন, ২০২১ সালে ইলন মাস্ক শুধু পৃথিবীর শ্রেষ্ঠ ধনিই হননি, সম্ভবত আমাদের সমাজ বদলে দেয়ায় সবচেয়ে ধনি উদাহরণও তিনি। বর্তমানে ইলন মাস্ক ২৬৬ বিলিয়ন ডলার নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ধনি ব্যক্তির আসন দখল করে আছেন। তবে শুধু ধনি হওয়াই নয়, বছরজুড়ে আরও নানা কারণেই আলোচনায় ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ৫০ বছর বয়সী ইলন মাস্ক। গত সেপ্টেম্বরে তার প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা স্পেসএক্স প্রথমবারের মতো মহাশূন্যে পর্টক নিয়ে গেছে। মানুষকে মহাশূন্য কিংবা অন্য কোনো গ্রহে বসবাসেরও স্বপ্ন দেখাচ্ছেন মাস্ক। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যত পৃথিবীতে তেলের বিকল্প হিসেবে ব্যাটারি চালিত যানবাহন চালু করার যে পরিকল্পনা তারও নেতৃত্ব দিচ্ছে মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানি তেসলা। গত বছর টাইমের পারসন অব দ্য ইয়ার খেতাব পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ১৯২৭ সাল থেকেই পারসন অব দ্য ইয়ার খেতাব দিয়ে আসছে টাইম ম্যাগাজিন।
http://dlvr.it/SFHkNl
0 Comments