Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মেলায় রূপায়ণের প্যাভিলিয়ন উদ্বোধন বাণিজ্যমন্ত্রীর

পাঁচ দিনের আবাসন মেলা ২০২১ রূপায়ণ সিটি উত্তরার প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ৫ দিনের আবাসন মেলা ২০২১ এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ মেলার উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এরপর মন্ত্রী রূপায়ণ সিটি উত্তরার প্যাভিলিয়নে যান এবং কেক কেটে প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজউকের চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নুরী, রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের শেয়ার হোল্ডার ডিরেক্টর ও রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল। এরপর তারা মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন ও বিভিন্ন প্যাকেজের খোঁজ নেন। এবারের রিহাব ফেয়ারে দেশের বিভিন্ন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
http://dlvr.it/SFzZ9L

Post a Comment

0 Comments