Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব্যবসায়ীর বাড়িতে পাওয়া ১৫০ কোটি রুপি গুনতে হয়রান কর্মকর্তারা

থরে থরে সাজানো নোট, নোটের স্তুপের মধ্যে বসে আছেন কয়েকজন, পাশেই চলছে গণনা। প্রথম দেখাতে হয়তো মনে হতে পারে, টাকা বানানোর কোনো কারখানা এটি! তবে ব্যাপারটা আসলে সে রকম নয়। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের এক ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫০ কোটির রুপির বেশি উদ্ধারের পর তার গণনা শুরু করে দেশটির আয়কর বিভাগ। এ ঘটনার ছবিই ছড়িয়ে পড়েছে। শুক্রবার এনডিটিভি জানায়, কর ফাঁকি দেয়ার অভিযোগে সুগন্ধি পণ্যের প্রতিষ্ঠানের মালিক পীযুষ জৈনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। সম্প্রতি প্রীযুষ 'সমাজবাদী পারফিউম' নামে একটি পারফিউম বাজারে এনেছেন। ভারতের কর ও শুল্ক বোর্ডের চেয়ারম্যান বিবেক জোহরি বলেন, দেড়শ কোটি রুপিরও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। আয়কর বিভাগের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অর্থ উদ্ধারের ঘটনা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি। কানপুরের আয়কর বিভাগের পোস্ট করা ছবিতে দেখা গেছে, পীযুষের বাড়ির আলমারিতে পাহাড়ের মতো থরে থরে সাজানো নোট। নোটগুলো রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে ওই বাক্সের মুখ বন্ধ করা। প্রতি ছবিতে ৩০টি করে বান্ডিল বোঝা যাচ্ছে। আরেকটি ছবিতে আয়কর বিভাগের কর্মকর্তা, আইটি বিভাগের সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তারা কক্ষে অবস্থান করছেন। পাশে মেশিনে গণনা করা হচ্ছে নোট। এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, কানপুর ছাড়াও পীযুষ জৈনের মুম্বাইয়ের বাসভবনেও ব্যাপক তল্লাশি চালায় আয়কর বিভাগ। কনৌজে থাকা তার কারখানাতেও চালানো হয়েছে তল্লাশি। ট্যাক্স গোয়েন্দা বিভাগের বিবৃতিতে জানানো হয়, অভিযানের সময় কাগজে মোড়ানো বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া গেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের সহায়তায় নোট গণনার প্রক্রিয়া শুরু করা হয়। এই গণনা অব্যাহত থাকতে পারে।
http://dlvr.it/SFzfsw

Post a Comment

0 Comments