রিয়াসাত খাতন। দেশের ফুটবলে পরিচিত এক নাম। জার্মানিতে বেড়ে ওঠা বাংলাদেশের এ প্রবাসী ফুটবলার ছিলেন সবার প্রত্যাশিত। ফুল ফর্মে থাকার সময় দু-দুবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন এ মিডফিল্ডার। জামাল ভূঁইয়াদের সঙ্গে অনুশীলনও করেন। কোচেরও পছন্দের তালিকায় ছিলেন।
তারপরও অদৃশ্য কারণে দুবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা অধরাই থেকে গেছে রিয়াসাতের।
কিন্তু কোচের পছন্দের তালিকায় থেকেও কেন বাদ পড়তে হলো তাকে? অর্ধযুগ পর খোলাসা করলেন সেই রহস্য। জাতীয় দলে খেলার মতো সব যোগ্যতা থাকা সত্ত্বেও কেন বাদ পড়েছিলেন ফাঁস করলেন সে কথা।
রিয়াসাত জানান, কোচের পছন্দ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের জন্য লাল-সবুজ জার্সিতে খেলা হয়নি তার।
তিনি বলেন, জাতীয় দলের হেড কোচ ক্রুইফের পছন্দের তালিকায় ছিলাম। তিনি আমার খেলা, স্টাইল পছন্দ করতেন। কিন্তু ওই কোচিং প্যানেলে কিছু ব্যক্তি ছিলেন যারা আমাকে পছন্দ করতেন না। তাই খেলা হয়নি।
জাতীয় দলে খেলার সুযোগ হতো ২০১৭ সালেও। সেবার কল পেয়েও আসা হয়নি প্রবাসী এ ফুটবলারের।
রিয়াসাত বলেন, ২০১৭ সালে একবার কল পাই। তখন আইরিশ লিগে খেলি। পরে ওই কোচ জাতীয় দলের দায়িত্ব না পাওয়ায় আর আমার আসা হয়নি।
রিয়াসাত খাতন। ছবি: সংগৃহীত
এখন ইনজুরিতে খেলার বাইরে আছেন রিয়াসাত। রিয়াসাত বলেন, আরও দুবছর খেলার ইচ্ছা। খেলার ক্যারিয়ার শেষে কোচিংয়ে মনোযোগ দিতে চাই। কোচিং লাইসেন্স করছি।
শুধু রিয়াসাত নন, জাতীয় দলে আরো বেশ ক'জন যোগ্য ফুটবলারের জায়গা হয়নি এই সিন্ডিকেটের কারণে। প্রকাশ্যে এ নিয়ে অনেক সময়ই সরব হতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলারদের।
২০১৩ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পান রিয়াসাত। পরে ২০১৫ সালে সিঙ্গাপুরের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে দ্বিতীয়বার ডাক পান তিনি। কিন্তু সিন্ডিকেটের বেড়াজালে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই থেকে গেছে এ প্রবাসীর।
http://dlvr.it/SFpHF0
0 Comments