Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাউথ বাংলাকে বোনাস শেয়ারের অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৪ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারধারীদের বিতরণে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়। এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধনে যোগ হবে ৩১ কোটি ৩৮ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৮৪ কোটি ৬০ লাখ টাকা। বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ ও শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করে। পরবর্তীতে অষ্টম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্দেশনা পরিপালনে ব্যাংকটি কমিশনের কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। আগে তালিকাভুক্ত কোম্পানি বছর শেষে যে লভ্যাংশ ঘোষণা করতো তা নগদ বা বোনাস হোক এজিএমে পাস হলেই তা শেয়ারধারীদের মাঝে বিতরণ করতে পারত। কিন্ত এখন নগদ লভ্যাংশের ক্ষেত্রে সমস্যা না থাকলেও বোনাস লভ্যাংশের ক্ষেত্রে বিধি-নিষেধ দিয়েছে বিএসইসি। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর দুবছর ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ দিতে হবে। কোন কোম্পানি এই পরিমাণ লভ্যাংশ দিতে ব্যর্থ হলে সেই কোম্পানি কমিশনের অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারবে না। সে জন্য বিএসইসির অনুমোদন লাগবে। বোনাস লভ্যাংশের ক্ষেত্রে এই নিয়ম আগস্ট থেকে পরিবর্তন করা হলেও এসবিএসি প্রথম কোম্পানি যাকে শেয়ারধারীদের বোনাস লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে বিএসইসির অনুমোদন নিতে হয়েছে। ব্যাংকটি ২০২১ সালের ১১ আগস্ট পুঁজিবাজারে লেনদেন শুরু করে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটিই ব্যাংকটির প্রথম লভ্যাংশ ঘোষণা। যেহেতু একদিনে ব্যাংকটির প্রথম লভ্যাংশ এবং তা ১০ শতাংশের কম তাই নিয়ম অনুযায়ী বোনাস শেয়ারের বিষয়ে বিএসইসির অনুমোদন নিতে হয়েছে। এ বিষয়ে বিএসইসি নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত হয়ে অনেক কোম্পানির বিরুদ্ধে বোনাস লভ্যাংশ দিয়ে কারসাজির অভিযোগ রয়েছে। প্রথমে বড় বোনাস লভ্যাংশ দিয়ে প্রলোভন দেখালেও পরবর্তীতে আর লভ্যাংশ দিতে পারে না। এতে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হন। নতুন কোম্পানিগুলো এসেই যাতে বোনাস শেয়ারের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে জন্য এমনটি করা হয়েছে। ব্যাংকটির ক্ষেত্রে সব বিষয় পর্যালোচনা করেই অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংকটি পুঁজিবাজারে মোট ১০ কোটি শেয়ার ছেড়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ টাকা। মোট ১০০ কোটি টাকা উত্তোলন করেছে ব্যাংকটি। উত্তোলন করা টাকায় প্রতিষ্ঠানটি সরকারি সিকিউরিটিজ কেনা ও আইপিও প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ করেছে।
http://dlvr.it/SFMJn4

Post a Comment

0 Comments