Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মামুন মিয়া নামের এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১৩ বছর বয়সী মামুন মিয়া ওই গ্রামের আলাল মিয়ার ছেলে। সে স্থানীয় রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন । স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে বাড়ির পাশে কয়েকজন ব্যাডমিন্টন খেলতে খুঁটিতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়েছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মামুন। আশপাশের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, অসতর্কতার জন্যেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
http://dlvr.it/SGHCfg

Post a Comment

0 Comments