Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীতে কনস্টেবল নিহতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

২৮ অক্টোবর ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সিলেট থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি। তিনি মামলার অন্যতম আসামি (৮৫ নম্বর এজাহারভুক্ত)।
এ নিয়ে কনস্টেবল হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের মধ্যে শনিবার বিকেল ৪টার দিকে সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন কনস্টেবল পারভেজ। গুরুতর অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা জেলার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর দুইটি বড় দলের সমাবেশে একটি দলের নেতা-কর্মীরা আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়লে দেশে আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনায় গ্রেপ্তার বাকি তিনজন হলেন মামলার প্রধান আসামি যুবদল নেতা ফয়সাল আহমেদ আপন, গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও ডেমরার মো. সুলতান।


http://dlvr.it/SyKRS9

Post a Comment

0 Comments