Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এবিবির নতুন চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ। নতুন কমিটি আগামী দুই বছর (২০২২ ও ২৩) দায়িত্ব পালন করবে। সোমবার রাতে এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এবং এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া। আর ট্রেজারার হয়েছেন মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামান। নতুন চেয়ারম্যান সেলিম হোসেন বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। আর নতুন সেক্রেটারি জেনারেল খন্দকার রাশেদ মাকসুদ বিদায়ী কমিটির ট্রেজারের দায়িত্ব পালন করেন। নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন বিদায়ী কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন। সেলিম আর এফ হোসেন ২০১৫ সালের নভেম্বর থেকে এমডি অ্যান্ড সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (মেজর ইন ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে আইডিএলসিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের দুটি বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্র্যাক ব্যাংক এ যোগদানের পূর্বে তিনি ছয় বছর আইডিএলসির নেতৃত্ব দেন।
http://dlvr.it/SG6DXX

Post a Comment

0 Comments