Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বড় জয়ে সেমিফাইনালে আবাহনী

স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে ড্যানিয়েল কলিন্ড্রেসের জোড়া গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে ৪-০ গোলে উড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে আবাহনী স্পোর্টিং ক্লাব। দলের হয়ে বাকি দুটি গোল করেন নাবীব নেওয়াজ জীবন ও ইমন বাবু। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ধীর লয়ে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়ায় আবাহনী। বার বার আক্রমণ চালালেও জালের দেখা পাচ্ছিলেন না আকাশী নীলরা। প্রথমার্ধের শেষ দিকে দলকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা কলিনড্রেস। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সেনাবাহিনীকে চেপে ধরে আবাহনী। ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন। ৭০ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে আঘাত হানেন কলিনড্রেস। আর ৭৬ তম মিনিটে সেনাবাহিনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন ইমন বাবু। এরই সুবাদে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হল আবাহনীর। দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব বা স্বাধীনতা ক্রীড়া চক্রের যে কোন এক দল হবে সেমিফাইনালে আকাশী নীলদের প্রতিপক্ষ।
http://dlvr.it/SF74jS

Post a Comment

0 Comments