Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রিয়াঙ্কার বায়োপিকে অভিনয়ের ইচ্ছা বিশ্বসুন্দরী হারনাজের

৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে ভারতের মাটিতে এবার বিশ্বসুন্দরীর মুকুট এনেছেন পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। ২১ বছর বয়সী এ বিশ্বসুন্দরীর যাকে আইডল মনে করেন তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যেই একাধিক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন হারনাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিশ্বসুন্দরী জানিয়েছেন, প্রিয়াঙ্কার বায়োপিকে অভিনয় করতে পছন্দ করবেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমেকে দেয়া সেই সাক্ষাৎকারে হারনাজকে জিজ্ঞেস করা হয়েছিল, কার বায়োপিকে অভিনয় করতে চান তিনি। মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত জবাবে এই মিস ইউনিভার্স জানান, প্রিয়াঙ্কা চোপড়ার বায়োপিকে অভিনয় করতে পছন্দ করবেন তিনি। একই সঙ্গে হারনাজের মন্তব্য, প্রিয়াঙ্কার জার্নি তাকে অনুপ্রেরণা দেয়। মিস ইউনিভার্সের মুকুট জেতার পর যখন শুভেচ্ছায় ভাসছিলেন হারনাজ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি সাক্ষাৎকার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে প্রিয়াঙ্কা আইডল উল্লেখ করে হারনাজ বলেন, আমি প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই আমি সব সময় প্রিয়াঙ্কাকেই বেছে নেব। মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত এদিকে ফক্সফাইভ-কে দেয়া এক সাক্ষাৎকারে হারনাজের জয় সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, এই বিষয়টা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। ভারতে শেষবার মিস ইউনিভার্স হয়েছিল ২০০০ সালে লারা দত্ত। ২১ বছর পর ভারতের মাটিতে মুকুট এসেছে এবং ওর বয়স ২১ বছর। আমি ওর জন্য খুব খুশি এবং আশা করি আগামী দিনে ওর যাত্রা আরও সুন্দর হবে। সে খুব স্মার্ট, চমত্কার এবং স্পষ্টভাষী। মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত গত ১২ ডিসেম্বর ইসরায়েলের ইলাত শহরে বসেছিল ২০২১ মিস ইউনিভার্সের ফাইনাল আসর। ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে বিশ্বসুন্দরীর মুকুট ছিনিয়ে আছেন হারনাজ। আর এর মধ্য দিয়েই ২১ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট এসেছে ভারতের মাটিতে। এর আগে দুবার মিস ইউনিভার্স পেয়েছে ভারত। ২০০০ সালে লারা দত্তের আগে ১৯৯৪ সালে এই মুকুট পরেন সুস্মিতা সেন।
http://dlvr.it/SGCwky

Post a Comment

0 Comments