Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সোয়া ৮টার থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে দুর্ঘটনা এড়াতে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যাবস্থাপক জামাল উদ্দিন নিউজবাংলাকে এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল সোয়া ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে। ভোরে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার অংশ জুড়ে বাস ও ট্রাকের দীর্ঘ সারি। এছাড়া দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের মোড়ে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে রয়েছে ৩ কিলোমিটার ট্রাক ও কাভার্ডভ্যানের সারি। আর দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। গোয়ালন্দে মোড়ে আটকে থাকা ট্রাকচালক বাহার উদ্দিন জানান, বুধবার দুপুর থেকে তিনি এখানে আটকে আছেন। সারারাত শীতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তাছাড়া ওই এলাকায় বাথরুম ও খাবার হোটেল না থাকায় দুর্ভোগের শেষ নেই বলে জানান তিনি।
http://dlvr.it/SGcMMF

Post a Comment

0 Comments