Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনামুক্ত মেসি, ফিরলেন পিএসজিতে

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন পিএসজির তারকা ফুটবলার লিওনেল মেসি। এরই মধ্যে ফিরে এসেছেন প্যারিসে। ক্লাব থেকে জানানো হয়েছে, দ্রুতই অনুশীলন শুরু করবেন তিনি। স্থানীয় সময় বুধবার পিএসজি থেকে মেসির ব্যাপারে এসব তথ্য জানানো হয়। নিজ দেশ আর্জেন্টিনায় থাকার সময় গত সপ্তাহে করোনাভাইরাসের পজিটিভ হন মেসি। এর ফলে পিএসজি শিবিরে ফেরা দেরি হচ্ছিল তার। করোনায় আক্রান্ত হওয়ার কারণে এরই মধ্যে পিএসজির হয়ে একটি ম্যাচ খেলা হয়নি সাতবার ব্যালন ডর জয়ী এই ফুটবলারের। অবশ্য তাকে ছাড়াই গত সোমবারের ম্যাচটিতে ভেনেসের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় দল। করোনা থেকে সুস্থ হয়ে দলে ফিরলেও শীতকালীন ছুটির পর লিগ ওয়ানে আগামী রোববার লিওঁর বিপক্ষে পিএসজির প্রথম ম্যাচে মেসি থাকবেন কি না এ বিষয়ে কিছু বলা হয়নি। ক্লাব থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ টেস্টে লিওনেল মেসির রিপোর্ট নেগেটিভি এসেছে। তিনি প্যারিসে ফিরে এসেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। গত গ্রীষ্মে বার্সেলোনা থেকে প্যারিসে নাম লেখানোর পর শুরুটা বেশ কঠিন হয়েছে মেসির। লিগ ওয়ানে ১১টি ম্যাচ খেলে করেছেন মাত্র একটি গোল। যদিও চ্যাম্পিয়নস লিগে পাঁচবার গোলের দেখা পেয়েছেন ফুটবলের এই মহাতারকা। পিএসজি থেকে আরও জানানো হয়, তাদের দলে আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার করোনায় পজিটিভ হয়েছেন দলের ফুল-ব্যাক লেইভিন কুরজাওয়া। বর্তমানে তিনি সেলফ-আইসোলেশনে রয়েছেন। আর গত সপ্তাহে করোনায় পজিটিভ হওয়া গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা, ডিফেন্ডার হুয়ান বেরনাত, ব্যাকআপ কিপার সের্হিও রিকো, মিডফিল্ডার দানিলো পেরেইরা ও টিনেজার নাথান বিতুমাসালা এরই মধ্যে দলে ফিরেছেন।
http://dlvr.it/SGcQ80

Post a Comment

0 Comments