Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গয়না ঝালাইয়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

বগুড়া সদরে জুয়েলার্সের কারখানায় গয়না তৈরির সময় ঝালাই মেশিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার কিশোর দগ্ধ হয়েছেন। সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা। আহতরা হলেন বানদীঘি হাপুনিয়া গ্রামের জিহাদ, বিজয়, মোরছালিন ও মারুফ। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বিজয় নিউজবাংলাকে জানান, তারা চারজন অ্যান্টিক গয়নার দোকানে কাজ করেন। রোববার বিকেলে গয়না তৈরির সময় মারুফের হাতে থাকা ঝালাই মেশিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মারুফ বলেন, মুহূর্তের মধ্যে আগুনে আমার হাত আর মাথা পুড়ে যায়। তবে সবচেয়ে বেশি পুড়েছে মোরছালিনের। কারখানার মালিক আব্দুর রহিম আমাদের হাসপাতালে ভর্তি করেছেন। এসআই শামীম বলেন, আহত চার কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে মোরছালিন ও মারুফের অবস্থা বেশি খারাপ। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
http://dlvr.it/SGqfxq

Post a Comment

0 Comments