Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীতে আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। সংগঠনটির বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে সোমবার রাতে অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের আগে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন উপকারভোগীদের উদ্দেশে বলেন, আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা নিয়ে আমরা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল, শাজাহানপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীপন আলী খান এবং ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SGsxY7

Post a Comment

0 Comments