Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সার্ক ফোয়ারার পাইপ ফেটে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারা অংশে ঢাকা ওয়াসার পানির পাইপ ফেটে পান্থপথের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা তৈরি হলেও দীর্ঘ সময় পরও তা মেরামতে কোনো উদ্যোগ দেখা যায়নি। সোমবার ভোর থেকে রাত পর্যন্ত সড়কটিতে পানি জমে থাকে। নগরীর ব্যস্ততম সড়কটিতে সব সময় গাড়ির চাপ থাকায় পানিপ্রবাহ বন্ধে কাজ শুরু করতে পারেনি ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, সড়কটির নিচে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ লাইন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে দ্রুতই মেরামতে কাজ শুরু করা হবে। ফোয়ারায় সংযুক্ত পাইপ ফেটে যাওয়ায় পানি গড়িয়ে পান্থপথ সড়কের একাংশে জলাবদ্ধতা তৈরি করে। এর ফলে দুপুরের পর থেকে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। কয়েকটি স্থানে বিটুমিন উঠে গেছে। তৈরি হয়েছে গর্ত। দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার ভোরের দিকে সার্ক ফোয়ারার দিক থেকে পানি গড়াতে থাকে রাস্তায়। উৎস খুঁজতে গিয়ে তারা বুঝতে পারেন যে ফোয়ারার কোনও এক অংশ থেকে অনবরত পানি বের হচ্ছে। তবে কী কারণে পাইপটি ফেটেছে তা জানাতে পারেননি সংশ্লিষ্ট কেউই। পানি গড়িয়ে আসায় ব্যস্ততম সড়কটি দিয়ে চলতে গিয়ে দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে। একপর্যায়ে সেখানে তীব্র জলাবদ্ধতা তৈরি হলেও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করতে পারেনি ওয়াসা।
http://dlvr.it/SGSrhg

Post a Comment

0 Comments