নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তাতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৩০ রান।
৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারী দল। বাকি চার উইকেটে খুব বেশি রান তোলা যায়নি। ৫৭ রান যোগ হতেই থেমে যায় রানের চাকা।
চতুর্থ দিনের সকালটা দৃঢ়তার সঙ্গেই শুরু করেছিলেন আগের দিন অপরাজিত জুটি মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলি রাব্বি। দলীয় ৪৪৫ রানে ভাঙে তাদের ৭৫ রানের জুটি।
টিম সাউদির বলে কিপার টম ব্লান্ডেলের তালুবন্দি হন মিরাজ। অর্ধশতক স্পর্শের তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৮৮ বলে মিরাজের ৪৭ রানের ইনিংসে ছিল আটটি চারের মার।
এরপর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। দলীয় স্কোরে ১৩ রান যোগ হতেই বাকি তিন জনের বিদায় হয়। দলীয় স্কোর সাড়ে চার শ স্পর্শ করতেই সাজ ঘরে ফেরেন ২৬ রান করা ইয়াসির আলি।
বাকি দুই ব্যাটারের মধ্যে তাসকিন আহমেদ ৭ ও শরিফুল ইসলাম সাত রান করে উইকেট ছাড়া হন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট চারটি, নেইল ওয়াগনার তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন টিম সাউথি, কাইল জ্যামিয়েসন একটি উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে ১৩০ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছে না। দলীয় ৬৩ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছে দলটি।
উইকেটের দেখা পেয়েছে তাসকিন আহমেদ। তার বলে উইকেট ছাড়া হন ওপেনার টম ল্যাথাম। আর এবাদত নিয়েছেন দ্বিতীয় উইকেটটি। তার বলে সাদমান ইসলামের হাতে ধরা পড়েছেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ডেভন কনওয়ে।
http://dlvr.it/SGTZLT
0 Comments