Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বেহেশতে আছে এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরা: জিএম কাদের

দেশের সাধারণ মানুষ নয়, এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এলডিপির কয়েকজন নেতার জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলে মন্তব্য করেন। তার মন্তব্যে সারা দেশে ওঠে সমালোচনার ঝড়। এক দিন পর অবশ্য দেশের মানুষের বেহেশতে থাকার বিষয়টি ব্যাখ্যা করেছেন মোমেন। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের বিষয়টি বিবেচনায় নিয়ে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা করে তিনি এমন মন্তব্য করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্য ঘিরে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদে বিষয়ে এমন মন্তব্য করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন। কারণ, সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় কামিয়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। তিনি বলেন, অন্যদিকে অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। অনুষ্ঠানে এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর ড. মো. আবু জাফর সিদ্দিকী জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, আব্দুল হাই নোমান, জসিম উদ্দিন চৌধুরী, ফেরদৌস ফাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SWYxhv

Post a Comment

0 Comments