Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পরিত্যক্ত ঘরে মিলল ৩ হাজার লিটার ডিজেল

চাঁদপুরে ৩ হাজার ৮শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে উত্তর মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি পরিত্যক্ত ঘরে এ পরিমাণ ডিজেল পাওয়া যায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দশআনি লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যক্ত ঘর থেকে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩ হাজার ২শ টাকা। এসময় চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি। জব্দ করা ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
http://dlvr.it/SWWBcT

Post a Comment

0 Comments