জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
এ ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষ হয়।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী কামাল হোসনে ও আমজাদ হোসেন জানান, দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডের জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। সেখানে পৌঁছানো মাত্র ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণে গুলি চালায়।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির পূর্বঘোষিত সমাবেশে অতর্কিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
তবে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ জানান, বিএনপির লোকজন তাদের ওপর চড়াও হয়েছিল।
তিনি বলেন, আমাদের মিছিলে অতর্কিতভাবে বিএনপির লোকজন ইটপাটকেল ছুড়েছে। মানুষের দোকানপাট ভাঙচুর করেছে। আমরা তাদের বাধা দিতে গেলে তারা আমাদের উপর চড়াও হয়।
http://dlvr.it/SWW6SM
0 Comments