Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সুনামগ‌ঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলায় শনিবার সকালে তাদের মৃত্যু হয়। প্রাণ হারানো তিনজন হলেন বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের সেলিম মিয়া ও জয়নাল মিয়া এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীতে বালি উত্তোলনের কাজ করছিল শ্রমিকরা। ওই সময় বজ্রপাতে জিনারপুর গ্রামের সেলিম মিয়া ও জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ছাড়া দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। সলুকাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, আমার ইউপিতে দুইজন মারা গেছে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
http://dlvr.it/Sqpf2Y

Post a Comment

0 Comments