Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি। নিহত ২৪ বছর বয়সী পাপুল গাইবান্ধার সাদুল্লাহপুরের সুরুজ মিয়ার ছেলে। তিনি সিরাজগঞ্জের বন্ধু ফাউন্ডেশন নামের এনজিওর কর্মী। উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে শনিবার ভোর ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। আটক ট্রাকচালক ৩০ বছর বয়সী সুমন প্রামাণিক বগুড়ার কাহালুর বীর কেদার গ্রামের বাসিন্দা। শেরপুর হাইওয়ে পুলিশ থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, শনিবার বগুড়া থেকে কর্মস্থল সিরাজগঞ্জে যাচ্ছিলেন পাপুল। পথে ঢাকাগামী ট্রাকটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে পাপুল মহাসড়কে পড়ে যান। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওসি আরও জানান, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
http://dlvr.it/Sqpm9V

Post a Comment

0 Comments