Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মা ও শিশুমৃত্যুর হার কমাতে পিপিডির জোরালো ভূমিকা চান স্বাস্থ্যমন্ত্রী

মা ও শিশুদের মৃত্যুর হার কমাতে পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সদস্য রাষ্ট্রগুলোকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার সকালে আন্তরাষ্ট্রীয় সংগঠনটির ৩৮তম বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার থেকে শুরু হওয়া বৈঠকটির শেষ দিন আজ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে ৬৫ জন নারী সদস্য রয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী ও স্পিকারও নারী। দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কাজ করছেন। প্রধানমন্ত্রী দেশের নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, উন্নয়নশীল সদস্য দেশগুলোতে দারিদ্র্য কমাতে সদস্য দেশগুলোর এক হয়ে কাজ করতে হবে। নারীর জন্য কাজের পরিধি বৃদ্ধি করতে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন যথাযথভাবে করা গেলে মাতৃ মৃত্যুহার, শিশু মৃত্যুহার কিংবা বাল্যবিবাহ অনেকাংশেই কমে আসবে। বৈঠকে সাউথ আফ্রিকার সমাজ উন্নয়নবিষয়ক মন্ত্রী এবং পিপিডির বর্তমান সভাপতি এইচ ই জুলু, বেনিন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও পিপিডির নির্বাহী সদস্য অধ্যাপক বেঞ্জামিন এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মূল আলোচনায় অংশ নেন। আলোচনায় অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরা তাদের মতামত দেন।
http://dlvr.it/StSC7K

Post a Comment

0 Comments