Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডেঙ্গু: ঢাকা মেডিক্যালে চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঢামেকের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শুক্রবার ভোর পাঁচটার দিকে প্রাণ হারান ২৭ বছর বয়সী শরিফা বিনতে আজিজ। চলতি মাসে দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বৃদ্ধির মধ্যে এলো এ চিকিৎসকের মৃত্যুর খবর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ২৮। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৩৯ হাজার ৯১১ এবং রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হন ৩৮ হাজার ১১৭ জন। সরকারি হিসাব বলছে, চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশজুড়ে মৃত্যু হয় ৩৬৪ জনের, যাদের মধ্যে ঢাকার হাসপাতালে প্রাণ হারান ২৮৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এ রোগে প্রাণ গেছে ৮১ জনের। ডেঙ্গুতে গুরুতর অসুস্থ হয়ে পড়া শরিফাকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গতকাল বিকেলে ঢাকার দোহার থেকে শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসককে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তির নির্দেশ দেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে মারা যান তিনি। বাচ্চু জানান, শরিফার গ্রামের বাড়ি ঢাকার দোহারের জয়পাড়া গ্রামে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
http://dlvr.it/StVDwh

Post a Comment

0 Comments