Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাবিতে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ নীতিমালা অনুমোদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন তিন পদে নিয়োগের নীতিমালা অনুমোদন করেছে কর্তৃপক্ষ। পদ তিনটি হলো ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ছয়টি আবাসিক হল ও নির্মাণাধীন একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নাম না প্রকাশ করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ারবিষয়ক নিয়োগ নীতিমালা সিন্ডিকেটে উঠলে তা কিছু সংশোধনীসহ অনুমোদন করা হয়। মেয়েদের তিনটি হল ১৭, ১৮ ও ১৯ নম্বর হলের নাম রাখা হয়েছে যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেছা হল ও বীর প্রতীক তারামন বিবি হল। ছেলেদের তিনটি হল ২০, ২১ ও ২২ নং হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমদ হল, শেখ রাসেল হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামে নামকরণ করা হয়েছে। নির্মাণাধীন স্পোর্টস কমপ্লেক্সের নাম শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স রাখা হয়েছে বলেও জানান তিনি।
http://dlvr.it/StVFJ8

Post a Comment

0 Comments