Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিএনপির গণমিছিল শুরু

রাজধানীর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিএনপির গণমিছিল শুরু হয়েছে। নির্ধারিত স্থানে স্লোগান দিতে দিতে শুক্রবার বেলা তিনটার দিকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। মিছিলের ফলে ওই এলাকায় দেখা দেয় যানজট। সুবাস্তু টাওয়ারের বিপরীতে সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে, তবে সুবাস্তুর সামনের রাস্তা ফাঁকা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিছিলে আসা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ হক নিউজবাংলাকে বলেন, আমাদের এক দফা দাবি, সরকারের পদত্যাগ। স্বৈরাচারী সরকারের সময় মানুষ না খেয়ে থাকছে। এই আন্দোলন চলছে, চলবে। তিনি আরও বলেন, সরকার বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারী আচরণ করে আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ বাজার করে খেতে পারছে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথে আছি। মিছিলে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিল সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
http://dlvr.it/StVr6B

Post a Comment

0 Comments