Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারী শিক্ষা কর্মকর্তার

ফরিদপুরে মোটরসাইকেল থেকে পড়ে এক নারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। জেলার নগরকান্দা উপজেলার হাটকৃষ্ণপুর সড়কে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে স্বাধিপুর ব্রিজে ঢাল ওঠার সময় মোটরসাইকেলের পিছনের সিট থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। নিহত আইরিন ইসলাম ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দার ইউএনও মঈনুল হক বলেন, আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। অফিস শেষে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলের পেছনে বসে ফরিদপুরে যাচ্ছিলেন। সে সময় দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করায়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।
http://dlvr.it/SwS6VV

Post a Comment

0 Comments