Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাহবা নেয়ার রাজনীতি বন্ধের আহ্বান নৌ প্রতিমন্ত্রীর

বাহবা নেয়ার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাহবা নেয়ার রাজনীতি বন্ধ করতে না পারলে মানবিক বাংলাদেশ গড়া যাবে না। শনিবার সকালে দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের শতবর্ষপূর্তি উর্পলক্ষে বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারতের নিউ দিল্লির রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের কোনো মানুষ শিক্ষা উপবৃত্তির জন্য মিছিল করে না। এমনকি কোনো বাবা-মাও তাদের শিশুকে এ নিয়ে মিছিল করতে বলেন না। কেউ কমিউনিটি ক্লিনিকের কথাও বলেনি, বিনা পয়সায় কেউ ঔষধ চায়নি, কেউ শেখ হাসিনার কাছে গিয়েও ঘর চায়নি, আশ্রয়ন প্রকল্প গৃহায়ন প্রকল্প দিতে বলেনি। কিন্তু তিনি এগুলো করে দিয়েছেন। কারণ তিনি মানবতা লালন করেন। তিনি আরও বলেন, আজ থেকে ১৫ বছর আগে রামকৃষ্ণ মিশনের কী অবস্থা ছিল? প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনা লালন করেন বলেই রামকৃষ্ণ মিশন বদলে গিয়েছে। শুধু রামকৃষ্ণ মিশনই নয়, সমগ্র বাংলাদেশ বদলে গিয়েছে।
http://dlvr.it/Svs0wV

Post a Comment

0 Comments