Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অভ্যুত্থানের আহ্বান প্রতিফলিত হচ্ছে না সরকারের বর্তমান কর্মকাণ্ডে: নাগরিক কমিটি

জুলাই অভ্যুত্থানে যে ন্যায়বিচার, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের আহ্বান জানানো হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান কর্মকাণ্ডে তা অনেকাংশেই প্রতিফলিত হচ্ছে না বলে সোমবার মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি।
কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
গতকাল রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রমে জাতীয় নাগরিক কমিটি উদ্বিগ্ন। উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সাথে পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হচ্ছে না বলে আমরা মনে করি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রোববার শপথ নেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
এ তিন উপদেষ্টার মধ্যে সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা করেন অনেকে। বিশেষত, ফারুকীর নিয়োগ নিয়ে দুই দিন আলোচনায় মুখর ছিল ফেসবুক।
এমন বাস্তবতায় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভ্যুত্থানের অংশীজনদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব না দিয়ে যে নো সিদ্ধান্ত গ্রহণ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অসঙ্গতিপূর্ণ।
সুতরাং, আমরা জাতীয় নাগরিক কমিটি, রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ভবিষ্যতে অভ্যুত্থানের অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।


http://dlvr.it/TG7NsW

Post a Comment

0 Comments