Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৫৫ কেজি স্বর্ণ চুরি: চার রাজস্ব কর্মকর্তাসহ রিমান্ডে ৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার ভেঙে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার আটজনকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য আগেই তাদের হেফাজতে নেয়া হয়েছিল। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- গুদামের দায়িত্ব পালনকারী চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ও আকতার শেখ এবং সিপাহী রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার। গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকরামুল হোসেন নিউজবাংলাকে বলেন, স্বর্ণ চুরির ঘটনায় আগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও চার সিপাহীকে মঙ্গলবার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ (বুধবার) তাদেরকে আদালতে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লকার ভেঙে স্বর্ণ চুরির ঘটনাটি বিমানবন্দর শুল্ক বিভাগের নজরে আসে ২ সেপ্টেম্বর শনিবার। তবে বিষয়টি প্রকাশ পায় পরদিন রোববার। পরে বিমানবন্দর কাস্টম হাউসের ওই গুদামে ইনভেন্টরি শেষে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরি হয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত হয়। ৩ সেপ্টেম্বর রাতে বিমানবন্দর প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন। এ ঘটনায় কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। এছাড়া ঘটনা তদন্তে রোববার এনবিআরের পক্ষ থেকে সংস্থাটির সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট (কমিশনার) তাসমিনা হোসেন, ঢাকার কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট (উত্তরা) নেয়াজুর রহমান, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মেহরাজ উল আলম সম্রাট ও ঢাকা কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার মোহা. মশিউর রহমান। কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করবে।
http://dlvr.it/Sw2q26

Post a Comment

0 Comments