ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান জেনস্কির সঙ্গে বুধবার বিকেলে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ নির্বাচন করা যায়- সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ঘণ্টাব্যাপী হওয়া এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে সবার যেমন উদ্বেগ আছে, তাদেরও উদ্বেগ আছে। সে বিষয়ে আলোচনা হয়েছে। ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা সম্পর্কে তারা খোঁজ নিয়েছেন।
আমাদের সার্বিক সহযোগিতার যে বিষয়গুলো সেগুলো কীভাবে এগিয়ে নেয়া যায়, এসব নিয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বলেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। কারণ, এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য কিছু বয়ে আনবে না। ভোটচুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এই নির্বাচন আরা কিছু নয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সবাই অপেক্ষা করছে। বিশ্বের সবাই বাংলাদেশের নির্বাচন নিয়ে ভাবছে। কীভাবে আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের হয়- সে বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা বলছি, এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আন্তর্জাতিক মানের, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের অধীনে হবে না।
http://dlvr.it/Sw2pHQ
0 Comments