জাতীয় পার্টির সম্মেলনের নিউজ কাভার শেষে হাতিবান্ধায় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ইউনুস আলী লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন। এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে জেলায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শনিবার রাত ৮টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি।
সাংবাদিক ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষ করে মোটর সাইকেলযোগে হাতীবান্ধায় ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। এ সময় বুড়িমারী থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০১২০) তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এই ঘটনার বিচার এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হবে কি হবে না সে বিষয়ে সাংবাদিক ও স্বজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
http://dlvr.it/SwBvsf
0 Comments