Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশু নিহত

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তিন পথশিশুর মৃত্যু হয়েছে। ছেলে শিশু তিনটির বয়স ১২ থেকে ১৩ বছর। শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ সন্ধ্যা ৭টার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, শিশু তিনটির পরিচয় শনাক্তকরণে তারা কাজ করছে। সোস্যাল মিডিয়ায়ও প্রচার চালানো হচ্ছে। বিমানবন্দর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র ধর বলেন, সংবাদ পেয়ে আজ (শনিবার) সকাল ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নম্বর পিলারের কাছে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই তিন পথশিশুর মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা গেছে, অসতর্কভাবে ওই পথশিশুরা রেললাইন ধরে হাঁটার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
http://dlvr.it/SwWQVT

Post a Comment

0 Comments