Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওই সময় ইটপাটকেল, টিয়ারশেল ও পুলিশের গুলিতে শ্রমিক-পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, শিমুলতলা, ছয়তলাসহ কয়েকটি স্থানে সোমবার সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
এমন পরিস্থিতিতে বেশ কিছু কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করার হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ চারজন হলেন, এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া।
আহত বাকিদের তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সকালে আমরা মজুরি বৃদ্ধি ও দ্রব্যমূল্যের দাম কমানোর যৌক্তিক দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকায় আসতে না আসতেই পুলিশ গুলি করতে শুরু করে। আমাদের অনেক শ্রমিক গুলিবিদ্ধ ও আহত আছেন।
নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. জয় ভট্টাচার্য বলেন, গুলিবিদ্ধসহ আহত অবস্থায় অন্তত ২০ জন শ্রমিককে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে চার থেকে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি।
তাদের মধ্য নজরুল ইসলাম নামে এক শ্রমিকের মাথায় গুলি ছিল। তাকেসহ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এসপি সারোয়ার আলম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
কিছু কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।


http://dlvr.it/Sy7RXT

Post a Comment

0 Comments